ব্রেকিং নিউজ

“অভিযানে ৪টি দেশীয় শালিক পাখি উদ্ধার”

নিজস্ব প্রতিবেদকঃ তখন সকাল সাড়ে ৮টা। গোপন সংবাদে বিবিসিএফ সদস্য সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ টিমের কাছে খবর আসে, পাইকগাছা সদরের হুমায়ন কবির নামের ইট ভাটা শ্রমিক যশোর থেকে ফিরছে,সাথে খাঁচায় রয়েছে ৪ টি দেশীয় প্রজাতির শালিক পাখি।

বিষয়টি আমলে নিয়ে,তাৎক্ষণিকভাবে সেভ ওয়াইল্ড লাইফ টিমের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃবাইজিদ হোসাইন,সহ – সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত ব্যক্তিকে আটক করে,খাঁচা ভত্তি পাখিসহ তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের বাস ভবনে নিয়ে যাওয়া হয়।
পাখি শিকারী হুমায়ন কবির নিজের দোষ শিকার করে ও আগামীতে এধরনের কাজ করবে না মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে
পাখিগুলো পূর্ণবাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।

Leave a Reply