ব্রেকিং নিউজ

সরিষাবাড়ীর দিকে ধেয়ে আসছে বন্যার পানি প্লাবিত ২৫ গ্রামের ১২ হাজার মানুষ পানিবন্দী

ইসমাইল হোসেন (জামালপুর) সরিষাবাড়ী প্রতিনিধি : সারা দেশের মত জামালপুরের সরিষাবাড়ীতেও কয়েক দিনের টানা বর্ষণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তার সাথে যুক্ত হয়েছে নব্য উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের স্রোত। সরিষাবাড়ীর সকল নদনদী, খালবিল ভরে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট,ঘরবাড়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

জানা যায়,গত সোমবার সরিষাবাড়ীতে বন্যার পানি প্রবেশ হওয়ার ফলে প্লাবিত হয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ গ্রাম। পানি বন্দী হয়ে পড়ে ১২হাজার মানুষ সহ শতশত গবাদিপশু এবং বন্ধ হয়ে যায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর। তিনি বলেন বন্যার্তদের জন্য চালু করা হয়েছে ৪৩ টি আশ্রয় কেন্দ্র এবং ত্রাণ সামগ্রী হিসেবে মজুদ আছে জি আর নগদ ২০ হাজার টাকা এবং জি আর চাল ৪০ মেঃ টন। এ ছাড়া আরো অতিরিক্ত ২০ হাজার টাকা সহ ৩০ মেঃ টন চাল মজুদ রয়েছে বলে জানান। বন্যার্তদের মাঝে শীঘ্রই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে সরিষাবাড়ী পৌর সভার ৬নং ওয়ার্ডের কোনাবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে বলে এলাকাবাসী আতঙ্কে। যে কোন সময় বাঁধটি ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে পারে শতশত ঘরবাড়ী। জানা যায়, জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী তৈমুর আহম্মেদ তার টিম নিয়ে বাঁধটি মেরামতের কাজ করছেন। তিনি বলেন বাঁধটি রক্ষার জন্য আমরা ৪ হাজার ৯শ ৩৫ টি জিও ব্যাগ ব্যবহার করছি।

এ বাঁধটির প্রতি প্রশাসনের সর্বাত্মক নজর রয়েছে বলে জানান। বন্যা ও বন্যার্তদের সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দীন আহম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক ভাবে নজরদারি রয়েছে সর্বাত্মক সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি অসহায় বন্যার্ত মানুষদের জন্য বলে জানান।

Leave a Reply