ব্রেকিং নিউজ

বিশ্বকাপে খেলে আইসিসি থেকে যে বিশাল অঙ্কের টাকা পেল সাকিব

সাকিব আল হাসান। আমাদের সুপারম্যান। বাংলাদেশের জন্য ব্যর্থতার এই বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সই আমাদের একমাত্র পাওয়া। সাকিব যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন এই বিশ্বকাপে।

সাকিব তাই এই বিশ্বকাপকে বেছে নিলেন নিজেকে নতুন উচ্চতায় তুলতে, নিজের শ্রেষ্ঠত্বকে পোক্ত করতে। ৮ ম্যাচে ৬০৬ রান আর ১১ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। এ বিশ্বকাপে তার রেকর্ড ভাঙাগড়ার কাহিনী পড়েছি আমরা প্রতি ম্যাচেই।

বিশ্ব মিডিয়ায়, স্পোর্টস ওয়েবসাইটগুলোতে, ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে মুখে এখন সাকিব বন্দনা। বিশ্বকাপের কিংবদন্তিদের ভীড়ে এখন সাকিবের উজ্জ্বল অবস্থান। চলুন কিছু পরিসংখ্যানে দেখে আসি বিশ্বকাপে সাকিবের অবস্থান।

৬০৬ রান নিয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৩য় স্থানে আছেন। ব্যাটিং অ্যাভারেজেও তার অবস্থান শীর্ষে, সর্বোচ্চ সংখ্যক ফিফটি করেছেন, সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে, আর পঞ্চাশোর্ধ ইনিংসও খেলেছেন সবার চেয়ে বেশি।

বাউন্ডারি হাঁকানোতেও তিনি তৃতীয় অবস্থানে আছেন, উইন্ডিজের সাথে তার সেঞ্চুরি এই বিশ্বকাপের চতুর্থ দ্রুততম। বোলিংয়ে ১১ উইকেট নিয়ে ১৬তম স্থানে আছেন। কিন্তু স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট পায়নি কেউ। এই বিশ্বকাপকে নিজের রঙে রাঙিয়েছেন সাকিব।

এই ম্যাচে টানা ৩ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। প্রতি বার ম্যাচ সেরা হওয়ায় পেয়েছেন ১০০০ ডলার করে। যা বাংলাদেশ টাকায় ৮৪ হাজার টাকা করে। ৩ বার ম্যাচ সেরা হওয়ায় সাকিব পেয়েছেন বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা। তাছাড়া বাংলাদেশ দল পেয়েছে প্রায় ২.৫ কোটি টাকার মত।

Leave a Reply