ইংল্যান্ডে থাকতেই গুঞ্জন রটেছিল, এবার তা বাস্তবে পরিনিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান ক্রিকেট বিশ্বকাপে আশানুরূপ ফলাফল না করতে পারায় চুক্তি শেষ হওয়ার বছরখানিক আগেই বরখাস্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস। জানা যায় পারস্পারিক সমঝোতার মাধ্যমেই টাইগারদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেলেন তিনি।
দলের বাকি কোচদের সাথেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই চাকরি হারানোর আগেই বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন স্পিন কোচ সুনিল যোশি। দেশটির স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড প্রধান পরাগ মারাঠে।
যোশিকে নিয়োগ দেয়া ছাড়াও বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছেন তারা। ভারতের সাবেক ক্রিকেটার কিরন মোরেকে দেশটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।
