বহু প্রতিক্ষীত ফাইনালে আগামিকাল মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফেভারিট ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে এসেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ধুকতে থাকা ও কিছুটা ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে আসে নিউজিল্যান্ড আর সেই দলই এখন ফাইনালে।
অন্যদিকে টুর্নামেন্টের আরেক ফেভারিট চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ হারলেই সেমিফাইনালে আসা হতোনা ইংলিশদেরও আর তারাই এখন ফাইনালে।সেমিফাইনালে দুর্দান্ত খেলে জয় পাওয়া দুই দলের একাদশে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। একই একাদশ নিয়ে মাঠে নামবে দুদল।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
ইংল্যান্ড সম্ভাব্য একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোক্স, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
