শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষে সিরিজ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিচ্ছেন। ছুটির জন্য আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও লিটন ফিরেননি।
তিনি বিয়ের কাজের জন্য থেকে গেছেন ইংল্যান্ডে। হয়তো কেনাকাটা করছেন। আগামি ২৮ জুলাই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন এই টাইগার ক্রিকেটার। আর সেজন্য শ্রীলঙ্কা সফরে যাবেন না তিনি। বিয়ের ছুটি চেয়েছেন বিসিবির কাছে।
আগামি ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। এই সিরিজটি অনুষ্টিত হবে দিবা-রাত্রিতে। বাংলাদেশ দল লঙ্কা সফরে না যাওয়ারই কথা ছিল। দেশটিতে সন্ত্রাসী হামলার পর বিসিবি জানিয়ে ছিলো লঙ্কায় দল পাঠানো হবে না।
তবে শেষ পর্যন্ত লঙ্কান বোর্ডের অনুরোধে সেখানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় বিসিবি। এনএসআই’র ওই দল লঙ্কা ঘুরে এসে সবুজ সঙ্কেত দিয়েছে। বিসিবি তাই দল পাঠাতে রাজি হয়েছে।
