বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার এনামুল হক বিজয়। ২০১২ সালের এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে আসা বিজয় সে আসরে ম্যাচ খেলার সুযোগ না পেলেও ফাইনালে পাকিস্তানের সাথে কষ্টের পরাজয়ের পর বিজয়ের কান্না সমর্থকদের হৃদয় ছুয়েছিল, তারপর উইন্ডিজের সাথে অভিষেক ম্যাচে ৪১ রানের ইনিংস খেলার পর ২য় ম্যাচেই শতক হাঁকিয়ে সামর্থ্যরে পরিচয় দিয়ে জাতীয় দলে আস্থার প্রতিক হয়ে উঠে ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরীতে আক্রান্ত হয়ে ফেরার পরই ক্যারিয়ার এলোমেলো হয়ে যায় বিজয়ের।
পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে বারবার পারফর্ম করলেও দূর্ভাগ্যজনক ভাবে থিতু হতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার সুবাদে আবারো সুযোগ আসছে বিজয়ের সামনে। আসন্ন শ্রীলংকা সফরে দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার বিশ্রাম, ইনজুরী ও বিয়ের কারনে খেলবেন না বিধায় বিজয়ের সামনে আবারো সুযোগ আছে নিজেকে মেলে ধরার।
সর্বশেষ বাংলাদেশ এ দলের হয়ে আফগানিস্তান এ দলের ম্যাচে দূর্দান্ত শতক হাঁকানোর ফলেই বিজয়কে নিয়ে আবারো ভাবছে বিসিবি। শ্রীলংকা সফরে সুযোগ না পাওয়া এখনো নিশ্চিত না হলেও একাত্তুর টিভির একটি প্রতিবেদনে বিজয়কে পুনরায় দলে ফেরানোর বিষয়ে বলা হয়েছে।
জাতীয় দলের হয়ে ৩৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৩ সেঞ্চুরীতে ১০৩৮ রান করেছেন বিজয়। ৪০ ম্যাচের মধ্যেই ৩টি সেঞ্চুরী করা প্রথম ব্যাটসম্যানও এই তারকা ওপেনার। ৪টি টেস্ট খেলে ৭৩ রানের বিপরীতে ১৩টি টি২০ ম্যাচ খেলে ৩৫৫ রান করেছেন বিজয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮টি সেঞ্চুরীর বিপরীতে লিষ্ট এ ক্রিকেটে আছে ১২টি সেঞ্চুরী, টি২০ ম্যাচেও সেঞ্চুরী আছে বিজয়ের।
আসন্ন শ্রীলংকা সফরে জায়গা হবে কিনা তা সময়ই বলে দেবে, তবে তরুন তারকা ওপেনার এনামুল হক বিজয় আবারো জাতীয় দলে সুযোগ পেলে দূর্দান্ত পারফর্ম করেই দলে জায়গা করে নেবেন, সে প্রত্যাশা।
