২০১৯ বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। তবে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে প্রতিটি দলকে। ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ এই বাছাইপর্বে অংশগ্রহণ করবে বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করবে ১৩ দল।
এই ১৩ দলের মধ্য থেকে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে বাছাই পর্বের সিরিজ খেলবে। এই ৮টি সিরিজের ফলাফলের উপর নির্ভর করবে আয়োজক দেশ ছাড়া কোন ৭টি দল বিশ্বকাপে সরাসরি খেলবে। বিশ্বকাপ বাছাই পর্বের সুপার লিগ শেষ হবে ২০২২ সালের মার্চ মাসে।
এই সময়ে বাংলাদেশ যে আটটি সিরিজ খেলবে সেগুলো হল- আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
এই আটটি সিরিজের মধ্যে- আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হবে বাংলাদেশের মাটিতে। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সিরিজ হবে বিদেশের মাটিতে।
