ব্রেকিং নিউজ

২৮ জুলাই লিটন কুমার দাসের বিয়ে, জেনে নিন পাত্রী কে

বিশ্বকাপে মিশনে যাওয়ার আগেই বিয়ে করেছিলেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর। তবে এবার বিয়ের পীঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। যে কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দেখা যাবে না তাকে। আজ ৭ জুলাই রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান টিম সিলেক্টর মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, ‘২৮ জুলাই লিটন কুমার দাসের বিয়ে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে নাও দেখা যেতে পারে।’

এদিকে জানা গেছে, মা-বাবা পছন্দের পাত্রীকেই বিয়ে করছেন লিটন কুমার দাস। বিশ্বকাপের আগেই তার জন্য পাত্রী দেখে রেখেছিল পরিবার। আর সে অনুযায়ী অর্থাৎ বেধে দেওয়া সময়ে বিয়ের পীঁড়িতে বসছেন তিনি।

এদিকে লিটন দাসের পারিবারিক সূত্রে জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি অধ্যয়নরত দিনাজপুর শহরের দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে আংটি বদল করে আশীর্বাদ অনুষ্ঠিত হয় বিশ্বকাপের আগেই।

Leave a Reply