লিডসের হেডিংলিতে চলছে ভারত বনাম শ্রীলঙ্কার খেলা। সবার চোখ যখন মাঠে ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল স্টেডিয়ামের আকাশে। খেলা চলাকালীন সময়ে মাঠের ওপর দিয়ে ‘কাশ্মীরের জন্য ন্যায়বিচার’ ও ‘গণহত্যা বন্ধ কর ও কাশ্মীরকে মুক্ত কর’ শিরোনামের ব্যানার নিয়ে একটি বিমানকে উড়ে যেতে দেখা গেছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গণহত্যা বন্ধের আহ্বান সম্বলিত ব্যানার নিয়ে অজ্ঞাতনামা বিমানটি মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে। চলতি বিশ্বকাপে এটা অবশ্য প্রথম কোনো ঘটনা নয়। গত সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার খেলার সময়ও একই ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ফের একই ঘটনা ঘটায় আমরা অখুশি। বিশ্বকাপে কোনো ধরনের রাজনৈতিক বার্তা দেয়ার চেষ্টা করা হলে তা ক্ষমার চোখে দেখা হবে না।
আইসিসি জানায়, এ রকম প্রতিবাদ থেকে নিবৃত্ত রাখতে পুরো টুর্নামেন্টজুড়ে আমরা স্থানীয় পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করেছি। এর আগে ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটবে না। কিন্তু ফের সেটা ঘটায় আমরা অসন্তুষ্ট। রাজনৈতিক ও বর্ণবাদী স্লোগানের ক্ষেত্রে আইসিসি শূন্য সহনীয় নীতি গ্রহণ করেছে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
