ছুদিন আগেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলন রশিদ। কিন্তু এরপরে আর ফিরে পাওয়া যায়নি রশিদকে। এক ধাপে পেছালেন অনেক। এক ধাপে ৫ নম্বরে চলে গেলেন তিনি। আর বরাবরেr মত ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। বিগত কয়েক বছর ধরেই এই জায়গাটি ধরে রেখেছেন তিনি।সবশেষ দুবছর ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরেই ছিল ইংল্যান্ড, বিশ্বকাপ শুরু করে হট ফেভারিট হয়েই। তবে টুর্নামেন্টের মাঝপথে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল খেলার সমীকরণই করে ফেলে জটিল।
পরের ম্যাচেই আবার অস্ট্রেলিয়ার সাথে হেরে শেষচারের আগেই বিদায় নেওয়ার শঙ্কাও জাগে তাদের, তবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে আবশ্যকীয় দুই জয়ে সেমির টিকিট নিশ্চিত করে ইংলিশরা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা ইংল্যান্ড সবশেষ হালনাগাদ হওয়া ওয়ানডে র্যাংকিংয়ে আছে একেই। ৯ ম্যাচে মাত্র এক হারে ১৫ পয়েন্ট পাওয়া টেবিলের শীর্ষে থাকা ভারত সমান ১২৩ পয়েন্ট নিয়ে আছে র্যাংকিং তালিকায় দুইয়ে।
দুদলের পয়েন্ট সমান হলেও ডেসিমাল পয়েন্টে ইংল্যান্ড এগিয়ে থাকায় তারাই র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে। অন্যদিকে তিনে থেকে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকার দুই ধাপ নেমে পাঁচে অবস্থান করছে, সমান ১১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আছে তিন ও চার নম্বরে।
