পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে তার এই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। আসরে ৩৫১ রান করা ক্রিকেটারের স্ক্যান প্রতিবেদন তাই স্বস্তিজনক হওয়ার প্রত্যাশা রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন রোডস। তখন তিনি জানান, মুশফিকের ব্যাপারে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে হবে ফিজিওর সাথে। তবে তার এই চোটকে ‘হালকা’ বলেই অভিহিত করলেন কোচ। অর্থাৎ, মুশফিককে নিয়ে ভয় নেই কোনো।
রোডস বলেন-‘নেটে ব্যাটিং অনুশীলন করার সময় মুশফিক হালকা চোট পেয়েছে। চোটটিকে খুব একটা গুরুতর বলে মনে হচ্ছে না। আশা করা যাচ্ছে ম্যাচের আগেই সে সেরে উঠবে। ফিজিওর সাথে কথা বলতে পারিনি এখনো, কথা বললে বিস্তারিত জানা যাবে।’
পাকিস্তানের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটিকে সামনে রেখে বৃহস্পতিবার লর্ডসে অনুশীলন করে বাংলাদেশ দল। এ সময় নেটে স্থানীয় একজন বোলারের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিক। হঠাৎ একটি বল এসে আঘাত হানে মুশফিকের ডান হাতের কনুইয়ে।
ঐ চোটের পর আর ব্যাটিং অনুশীলন চালিয়ে যেতে পারেননি তিনি। এতেই অনেকের মনে পাকিস্তানের বিপক্ষে দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে মুশফিকের চোট সারাতে দ্রুতই সেবাশুশ্রূষায় ছুটে যান ফিজিও-চিকিৎসকরা।
এর আগে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেও হাতে চোট পেয়েছিলেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেবার স্বদেশি মুস্তাফিজুর রহমানের বলে চোটে পড়ে ছিলেন মুশফিক। তবে পরবর্তীতে ম্যাচে খেলতে কোনো সমস্যায় পড়তে হয়নি।
লর্ডস থেকে টিম ম্যানেজমেন্টের বরাতে জানিয়েছেন, অনুশীলনের সময়ের কনুইতে আঘাত পেয়েছেন মুশফিক। আর তাই এ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে জায়গা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
জানা গেছে, পুরনো ইনজুরি বেড়েছে মাশরাফির। এ ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলতে না পারলে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার (৫ জুলাই) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। পাকিস্তানের বেঁচে আছে ঠিকই, তবে তার কফিন রচিত হয়ে গেছে নিউজিল্যান্ডকে ইংল্যান্ড হারিয়ে দেয়ার পর। সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩১২ রানে জিততে হবে সরফরাজ আহমেদদের।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।
