আগামীকালকেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান দল। সেই ম্যাচের আগেই আজ পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের বিপক্ষে আমরা মিরাক্কেল ঘটাতে চাই। আমাদের নেট রান রেটের অবস্থা খুবেই খারাপ। তারপরেও সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে। আমরা বংলাদেশ দলের বিপক্ষে আগে ব্যাটিং পেলে ৫০০ রান করার চেষ্টা করবো।’
উল্লেখ্য যে, আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে পাকিস্তান দল।
