ব্রেকিং নিউজ

বাংলাদেশের বিপক্ষে মাথে নামার আগে হুংকার দিয়ে যা বললেন ইমাম উল হক

এখনো শেষ চারের আশা বেঁচে থাকলেও পাকিস্তানের জন্য তা শুধুই ‘কঠিন’ নয়, রীতিমত ‘অবিশ্বাস্য’ কিংবা ‘কল্পনা’ যেন। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলতে হবে সেমিতে পৌঁছাতে হলে। বাংলাদেশ আগে ব্যাট করলে সেমিতে পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই একবারের শিরোপাজয়ী দলটির।

তবুও পাকিস্তানি ওপেনার ইমাম উল হক যেন সেমিফাইনালের স্বপ্ন এখনই বিসর্জন দিতে রাজি নন। বরং বাংলাদেশের বিপক্ষে ‘অবিশ্বাস্য’ জয়ের খোঁজে তিনি যেন বেশ আত্মপ্রত্যয়ীই!

শুক্রবার (৫ জুলাই) লর্ডসে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ চারের আগে ছিটকে যাওয়া নিশ্চিত হলেও জয় নিয়ে দেশে ফেরার জন্য শতভাগ দিয়ে খেলবে বাংলাদেশও। যদিও মাঠে নামার আগে ইমাম দিয়ে রাখছেন হুংকার।

তিনি বলেন, ‘সেমিফাইনালে না ওঠার ব্যাপারে কিছু ভাবছিই না আমরা। আমাদের ভাবনায় এখন নিজেদের উজাড় করে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার বিষয়টি। আর সেজন্য খেলতে হবে ইতিবাচক ক্রিকেট। বড় জয় ছাড়া শেষ চারে যাওয়া যাবে না। তাই হার-জিত নিয়ে না ভেবে শুরু থেকেই দাপটের সাথে খেলতে হবে আমাদের।’

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রানের দিক থেকে সবচেয়ে বড় জয় এখন পর্যন্ত ২৯০ রানের। সম্ভাব্য যেকোনো সমীকরণেই পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩০০ রানেরও বেশি ব্যবধানে। আর বাংলাদেশ যদি আগে ব্যাট করতে নামে, তাহলে সরফরাজ আহমেদের দলকে সেই রান তাড়া করতে হবে ইনিংসের প্রথম বলেই!

Leave a Reply