আগামীকাল ভারতের বিপক্ষে এজবাস্টনে খেলতে নামবে বাংলাদেশ। ভারত-পাকিস্তান ম্যাচ ছাপিয়ে এখন সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় বাংলাদেশ-ভারতের খেলাতে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এখনও পর্যন্ত ২১ ম্যাচ খেলে ৩৫.৫২ গড়ে ৬০৪ রান করেছেন এই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। যার মধ্যে একটা সেঞ্চুরিও আছে মুশফিকের।
আর অন্যদিকে বল হাতে সবচেয়ে সফল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ভারতের বিপক্ষে ১৯ ম্যাচ খেলে ৫.০৩ ইকোনোমি উইকেট নিয়েছেন ২৩ টি।তার সেরা বোলিং ৩৮ রানে ৪ উইকেট।
তাই আজ দলের সবাই তাদের সেরাটা দিয়ে আবারো বিশ্বকাপে ভারতবধ করবে সে দিকেই তাকিয়ে আছে সবাই।
