ব্রেকিং নিউজ

ইংল্যান্ডের জয় পয়েন্ট টেবিলে আবারো বাংলাদেশের দুঃসংবাদ

চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান।

অবশেষে জয়রথ থামলো ভারতের। নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে তারা। আর এই জয়ে বিশ্বকাপে সেমির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। দারুন জয়ে ১০ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের চারে উঠে এসেছে ইংলিশরা।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা না খুলেই ওকসের বলে তাকে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন কোহলি ও রোহিত।

তবে ব্যক্তিগত ৬৬ রানে ভিন্সের ক্যাচে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন কোহলি ও ১০২ রান করে ওকসের বলে বাটলারের হাতে ধরা পড়ে ফিরেন রোহিত। এরপর পন্থ ও পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত। সেখানে আঘাত করেন প্ল্যাঙ্কেট।

ওকসের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরেন পন্থ ও ৪৫ রান করে ভিন্সের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন পান্ডিয়া। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। ধোনি ৪২ ও কেদার ১২ রানে অপরাজিত ছিলেন।

সর্বশেষ পয়েন্ট টেবিল-


ভারত একাদশ: লুকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ান মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

Leave a Reply