সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেন এবং সাব্বির রহমান বাদ পড়েছেন। দলে আবারো ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন। আফগানিস্তান দলেও এসেছে দুই পরিবর্তন। দৌলত জাদরান এবং সামিউল্লাহ সেনওয়ারি দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন আফতাব আলম এবং হজরতুল্লাহ জাজাই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, ইকমরাম আলি খিল, রাশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর-রহমান।