বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফগানিস্তানের। অবশিষ্ট তিন ম্যাচ তাই এখন শুধু আনুষ্ঠানিকতা আফগানদের কাছে। তবে আনুষ্ঠানিকতার তিন ম্যাচে ভালো খেলতেই মরিয়া গুলবাদিন নাইবরা। ভালো ক্রিকেট খেলার সেই শুরুটা করতে চান আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই। তাই দুর্বল প্রতিপক্ষ আফগানদের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক টাইগাররা। বিশেষ করে, আফগানিস্তান দলের স্পিন আক্রমণভাগ নিয়ে।
আফগানিস্তান দলে আছেন আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার রশিদ খান। যদিও এই স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়ে গড়েছেন লজ্জার রেকর্ড। দলের এর আগের ম্যাচগুলোতেও নিজের ছায়া হয়েছিলেন ছোট ফরম্যাটের সেরা এই স্পিনার। তবে সবশেষ ভারতের বিপক্ষে ঠিকই জ্বলে উঠেছিলেন। ১০ ওভারে ২৮ রানের খরচায় শিকার করেন এক উইকেট। ওই ম্যাচে উজ্জ্বল ছিলেন আফগানদের আরেক ঘূর্ণি জাদুকর মোহাম্মদ নবীও।
আউট করেছেন ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে। বিনিময়ে ৯ ওভারে দিয়েছেন মাত্র ৩৩ রান। বিশ্বকাপের আফগানিস্তান ব্যর্থতার গন্ডিতে ব্যর্থ থাকলেও দলের ছয় ম্যাচেই ছন্দে ছিলেন নবী। আফগানদের সেরা এই অলরাউন্ডার শিকার করেছেন ৬ উইকেট। নবী-রশিদ ছাড়াও তাদের দলে আছে আরেক স্পিনার, মুজিব-উর রহমান। যিনি সাউদাম্পটনের রোজ বোলে সবচেয়ে বেশি ভুগিয়েছেন বিরাট কোহলিদের।
শনিবার মুজিব ১০ ওভারে দিয়েছেন মাত্র ২৬ রান। শিকার করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। ম্যাচটিতে উইকেট শিকার করেছেন আফগানদের পার্টটাইম স্পিনার বোলার রহমত শাহও। সব মিলে রোজ বোলে পতন হওয়া ভারতের আট উইকেটের ৫টিই শিকার করেছে স্পিনাররা। আর এ মাঠে একই উইকেটেই আজ বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। তাই টিকে থাকার ম্যাচে প্রতিপক্ষের স্পিন নিয়ে সতর্ক টাইগাররা।
অবশ্য ভয়ের কিছু দেখছেন না টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, ‘যদিও তাদের দলে বিশ্বসেরা কিছু স্পিনার আছে, তবে বাংলাদেশ সব সময় স্পিন ভালো খেলে। প্রকৃতপক্ষে যখন আপনি ব্যাটিংয়ে ভালো ছন্দে থাকবেন, তখন পেস এবং স্পিনে মানিয়ে নিতে আপনাকে সমস্যায় পড়তে হবে এমনটা আমি মনে করি না। ব্যাটিং মানেই আত্মবিশ্বাস। যদি মানসিক দিক থেকে শক্ত থাকে, তাহলে সে যেকোনো কিছুর সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে পারবে।’
রোজ বোলে আজ আফগানদের বিপক্ষে টিকে থাকার লড়াই বাংলাদেশের। শুধু আজ নয়, বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পরের তিন ম্যাচের সবকটিই জিততে হবে টাইগারদের এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলেও। তাই প্রতিপক্ষ দুর্বল হলেও আফগানদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশÑ এমনটাই জানালেন মিঠুন, ‘আমি মনে করি, যেকোনো ধরনের অঘটন এড়ানোর জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
সব ছাপিয়ে জয়েই চোখ মিঠুনের। টাইগার এই ব্যাটসম্যান বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারলে আপনি তা মেনে নিতে পারবেন। কারণ দল হিসেবে তারা আমাদের চেয়ে ওপরে। কিন্তু যদি আফগানিস্তানের কাছে হারি… (হাসতে হাসতে)। প্রত্যেকে ধরেই নিয়েছে আমরা জিতব। প্রতিটি ম্যাচই আমাদের একই রকম। প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। তবে আমি মনে করি, এই ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত।’