চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেননি মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ক্রিকেটারের ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছেন আকরাম খান। সাইফউদ্দিন এখনো পুরোপুরি ফিট না হলেও পরের ম্যাচে মোসাদ্দেকের খেলার ব্যাপারে আশাবাদী আকরাম খান।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার সাইফউদ্দিন। ব্যাট হাতে প্রমাণ করার তেমন সুযোগ না পেলেও বল হাতে ঠিকই প্রমাণ করেছেন এ পেস অলরাউন্ডার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। অন্যদিকে দুই বিভাগেই মোটামুটি সফল মোসাদ্দেক হোসেন। বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েন এ দুই ক্রিকেটার। যে ম্যাচে সেমিফাইনালের ভাগ্য নির্ভর করবে বাংলাদেশের সেই ম্যাচের আগেই চোটে পড়েন এ দুই ক্রিকেটার। তাদের বদলি হিসেবে যাদের একাদশে নেওয়া হয়েছে তারা কেউই জ্বলে উঠতে পারেননি। তবে আশা করা যাচ্ছে পরের ম্যাচেই ফিরবেন মোসাদ্দেক ও সাইফ। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি সাইফ।
“যতটুক আমি জানি মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভবনা বেশি। সাইফউদ্দিনেরটা এখনো ফিফটি-ফিফটি কিন্তু আমরা আমাদের সেরা চেষ্টাটাই করছি যাতে পরের ম্যাচের জন্য দ্রুত প্রস্তুত করতে পারি। আগের যে চোটটা ছিল ঐটাই, আশা করছি দ্রুতই সেরে উঠবে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। টাইগারদের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই দলের দুই সেরা পারফর্মারের সার্ভিস পেতে চাইবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/মোসাদ্দেক, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
Share
