ব্রেকিং নিউজ

ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ছয় হাঁকানো ৫ ব্যাটসম্যান

জুবায়ের আহমেদ: ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৭টি ছয় হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। গতকাল বিশ্বকাপের ২৪তম ম্যাচে আফগানিস্তানের সাথে মাত্র ৭১ বলে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ১৭টি ছয় হাকিয়ে এক রেকর্ড গড়েন তিনি, সাথে ছিলো শুধুমাত্র ৪টি চারের মার। ১৭টি রেকর্ড জয় ছাড়াও ওয়ানডেতে শুধুমাত্র ওভার বাউন্ডারী দিয়েই ১০০ রান করার রোমাঞ্চকর রেকর্ডও এখন মরগ্যানের, ১৭টি ছয়েই হয়েছে ১০২ রান, যা বিস্ময়কর।

ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রেকর্ড হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসেও একটি প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন। এর আগে ওয়ানডেতে রোহিত শর্মা, ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স ১৬টি ছয় হাঁকিয়েছিলেন। আর বিশ্বকাপে ১৬টি ছয় হাঁকিয়েছিলেন ক্রিস গেইল, ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের সাথে ২১৫ রানের ইনিংস খেলার পথে এ রেকর্ড গড়েছিলেন তিনি।

মরগ্যানের এ রেকর্ডের ফলে ভেঙ্গে গেছে গেইল, ভিলিয়ার্স ও রোহিত শর্মার রেকর্ড। তিনজনেই যৌথভাবে ১৬টি ছয় হাঁকিয়ে এতোদিন শীর্ষস্থানে ছিলেন। মরগ্যানের ১৭, রোহিত, ভিলিয়ার্স ও গেইলের ১৬ ছাড়াও ২০১১ সালে ওয়াটসন বাংলাদেশের সাথে ইনিংসে ১৫টি ছয় মেরেছিলেন। এছাড়াও কোরি এন্ডারসন আফ্রিদির রেকর্ড ভেঙ্গে মাত্র ৩৬ বলে সেঞ্চুরী করার দিনে ১৪টি ছয় হাঁকিয়েছিলেন। ক্রিস গেইল ১৪টি, থিসারা পেরেরা ১৩টি ও জাভিয়ার মার্শাল ১২টি ছয় হাঁকিয়েছিলেন।

চলতি বিশ্বকাপে রান বন্যা হচ্ছে। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার বিপরীতে ২য় ইনিংসে দলগুলো ব্যর্থ হলেও উইন্ডিজের গড়া ৩২১ রানের পাহাড় ডিঙ্গিয়ে জয় তুলে নিয়েছে দূরন্ত বাংলাদেশ। বিশ্বকাপ এখন মাঝপথে। রান উৎসবের এখনো অনেক বাকি। মরগ্যানের গড়া ১৭টি ছয়ে রেকর্ড চলতি বিশ্বকাপেই ভেঙ্গে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, তবে এ রেকর্ড না ভাঙ্গলেও চার ছয়ের তান্ডব চলবে প্রতিটি ম্যাচেই, যা দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে নিঃসন্দেহে।

Leave a Reply