বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে, আমরা ভালো দল- বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এমন হুঙ্কার দিয়েছিল আফগানিস্তান। পরে কী হবে হবে কে জানে, তবে এখন পর্যন্ত কিন্তু কথামতো কাজ করতে পারেনি আফগানিস্তান। ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না আফগানদের। পেসবান্ধব উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় যেন বুঝতেই পারছেন না দলটি! আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের ব্যাটিংয়ের কঙ্কালটাই বেরিয়ে পড়ল।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৫ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও নুর আলী জাদরান এবং নয় নম্বরে নামা রশিদ খানই কেবল দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। ইমরান তাহিরের স্পিন এবং ক্রিস মরিচ, কাগিসো রাবাদাদের পেসের সামনে বাকিরা দাঁড়াতেই পারেননি।
৩৯ রানে ওপেনিং জুটি ভাঙা আফগানরা ৭৭ রানে হারিয়ে ফেলেছিল সপ্তম উইকেট। চলতি বিশ্বকাপে একশ’র আগে কোনো দলকে গুটিয়ে যেতে দেখার শঙ্কা তখন উকি দিচ্ছিল।
রশিদ নয়ে নেমে ২৫ বলে ৩৫ রান করে দলকে একশ অতিক্রম করিয়েছেন। জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২২ রান। নুর আলী জাদরান করেন ৩২। ইমরান তাহির ২৯ রানে নিয়েছেন চার উইকেট। ক্রিস মরিচ ১৩ রানে নিয়েছেন তিন উইকেট।
