মিডলঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় তারকা ধোনির তুলনা নেই। বহু ম্যাচ একা হাতে নিয়ন্ত্রন করেছেন এই ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান।
তবে গত ৫ বছরে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের পারফর্মেন্সের বিচারে এই ধোনিও পিছিয়ে আছেন মুশফিকুর রহীমের থেকে। মুশফিক এগিয়ে আছেন ম্যাক্সওয়েল বা মিলারদের থেকেও।
গত ৫ বছরে মুশফিক ৭৮টি ইনিংস খেলেছেন। ৪৬.৬২ গড়ে তিনি রান করেছেন ২৮৯১। চারটি সেঞ্চুরির সাথে ২০ টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক।
এই তালিকায় মুশফিকেরও পেছনে আছে ধোনি। ভারতের সাবেক অধিনায়ক ৭৭টি ইনিংসে রান করেছেন ২৬১৩। ডেভিড মিলার ৭০ ইনিংসে করেছে ২১৪৭ রান। ম্যাক্সওয়েল ৬৭ ইনিংসে করেছেন ২০৩৬ রান।
এছাড়াও শোয়েব মালিক, বেন স্টোকসও আছেন মুশফিকের পেছনে।
