স্টাফ রিপোর্টার: কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। নৌকার জয়-পরাজয়ের ক্ষেত্রে শেখ হাসিনার সম্মান জড়িত।
তাই নৌকাকে জেতানোর আহ্বান জানিয়েছেন কটিয়াদী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপি। গতকাল বৃহস্পতিবার কটিয়াদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত থাকা মুক্তিযোদ্ধাদের এলাকার ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে বলেন তানিয়া সুলতানা হ্যাপি। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা নৌকার পক্ষে ভোট চেয়ে এবারও ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়নকে তুলে ধরবেন।’
