ব্রেকিং নিউজ

পরিসংখ্যান-ইতিহাস কথা বলছে ইংলিশদের হয়ে

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল গত ফেব্রুয়ারি-মার্চে। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হয় ২-২ সমতায়। সিরিজে সমতায় শেষ হলেও এই এক সিরিজ দিয়ে বহু রেকর্ড দেখেছিল ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে এই দু’দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছিল এই সিরিজেই। এছাড়া ইংল্যান্ড উইন্ডিজদের বিপক্ষে সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জায়ও পড়ে সেবার।

এদিকে যদি আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনা করা হয় তবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থেকেই আজ (শুক্রবার) মাঠে নামছে ইংল্যান্ড। কেননা শেষ ২০বারের দেখায় ১৫ ম্যাচেই জয় দেখেছে ইংলিশরা। এ ছাড়াও উইন্ডিজরা ১৯৭৯ বিশ্বকাপের পর আর কখনো বিশ্বকাপে ক্রিকেটের জনকদের হারাতে পারেনি।

চলুন এবার ওয়ানডে ক্রিকেটে এই দু’দলের মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি দেখায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সফল ইংল্যান্ড ১০১ ওয়ানডের মধ্যে ৫১টিতে জয়ের স্বাদ পেয়েছে। আর উইন্ডিজডের জয় ৪৪ ম্যাচে। বাকি ৬ ম্যাচ ছিল ফলহীন।

২. বিশ্বকাপেও দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে কোনোবার শিরোপা না জেতা ইংল্যান্ড। মুখোমুখি ৬ দেখায় ৫বার শেষ হাসি হাসে ইংলিশরা। বাকি মাত্র ১টি ম্যাচ যায় ক্যারিবীয়ডের পক্ষে।

৩. সর্বোচ্চ সংগ্রহ
ইংল্যান্ড : ৪১৮/৬, সেন্ট জর্জেস, ২০১৯
ওয়েস্ট ইন্ডিজ : ৩৮৯/১০, সেন্ট জর্জেস, ২০১৯

৪. সর্বনিম্ন সংগ্রহ
ইংল্যান্ড : ১১৩/১০, গ্রস আইটলেস, ২০১৯
ওয়েস্ট ইন্ডিজ : ১২৭/১০, কিংস টাউন, ১৯৮১

৫. সর্বোচ্চ রান
গ্রাহাম গুচ (ইংল্যান্ড)- ৮৮১ রান
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১৬১৯ রান

৬. সেরা ইনিংস
এভিন লুইস (ইংল্যান্ড)- ১৭৬* রান
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১৮৯* রান

৭. সর্বোচ্চ উইকেট
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৩২ উইকেট
ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪১ উইকেট

৮. সেরা বোলিং
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড)- ৫/১৯
কলিন ক্রফট (ওয়েস্ট ইন্ডিজ)- ৬/১৫

Leave a Reply