সুমন চন্দ্র,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জের সমাজ সেবা মূলক সংগঠন ইয়ুথফোর্সের নেতৃত্ব তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন কার্যকারী কমিটি অনুমোদন করেছে। গতকাল সন্ধ্যা ৭.৩০ মিনিটে সংগঠনের সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা কমিটির সদস্য ও সাধারন সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মোঃ মাহফুজুর রহমানকে সভাপতি ও মোঃ সুজন ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে।
অন্যান্য পদের সদস্যরা হলেন সহ-সভাপতি মোছাঃ তাসমিরা আক্তার, অর্থ সম্পাদক সুমন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোছাঃ আর্নিকা আক্তার, ক্রীড়া সম্পাদক বিকাশ চন্দ্র, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাজকুমার চন্দ্র রায়, দপ্তর সম্পাদক তিথি রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক বিজয় চন্দ্র রায়, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ সাকিব ইসলাম, সৌরভ চন্দ্র রায়, মুন্না, কলিন চন্দ্র (ইতু), মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বিভা আক্তার, কার্যকরী সদস্য মোছাঃ আরমিন আক্তার, মোছাঃ শাহিনা আক্তার, মোঃ রিশাদ ইসলাম, মোঃ আজমল ইসলাম, মোঃ খাদেমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইয়ুথফোর্স একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান।বোচাগঞ্জের সামাজিক উন্নয়নের জন্য যুব সমাজকে একত্রিত করাই সংগঠনের উদ্দেশ্য। অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদেও সহায়তা, রক্তদান কর্মসূচী, মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ অভিযান।ডাষ্টবিন স্থাপন, শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালনের মাধ্যমে বোচাগঞ্জের মানুষের মনে মধ্যে স্থান দখল করে নিয়েছে সংগঠনটি।
