বাংলাদেশ দলের ভারত সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (০৩ জুন) ২০১৯-২০ মৌসুমে হোম সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীতে। রাজকোটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। আর তৃতীয় ও শেষ ম্যাচের ভেন্যু নাগপুর।
১৪-১৮ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্ট। ২২-২৬ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়।
