গতকাল দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।এই দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের কাছে তারা আগেও হেরেছে।
সত্যি বলতে কি, বাংলাদেশই একমাত্র এশিয়ান দল, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে একবারের বেশি হারিয়েছে। যে কীর্তি ভারত-পাকিস্তানেরও নেই💪
প্রথমবার ২০০৭ সালে আগে ব্যাট করতে নেমে আশরাফুলের ৮৭ রানের ইনিংস স্বত্বেও মাত্র ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে রাজ্জাক ও সাকিবের স্পিন ঘূর্নিতে ১৮৪ রানেই অলআউট হয়।
