বিশেষ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে গণধর্ষণ শেষে হত্যার শিকার ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়ার পরিবারের সকল সদস্যকে ঈদ উপহার দিয়েছেন উপজেলা পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী ।
শনিবার দুপুরে তিনি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামে উপস্থিত হয়ে নিহত শাহিনুরের পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তার পিতা গিয়াস উদ্দিনসহ পরিবারের সকল সদস্যদের পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেন। এসময় তিনি বলেন, আমি আপনাদের প্রতিনিয়তই খোঁজ খবর রাখছি। স্থানীয় নেতা কর্মীরাও আপনার খোঁজ খবর রাখবে বলে আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য গত ৬ মে সোমবার রাতে স্বর্ণলতা পরিবহনে ঢাকার এয়ারপোর্ট কাউন্টার থেকে কটিয়াদী হয়ে বাড়ি যাওয়ার পথে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া নামক স্থানে চলন্ত বাসে ধর্ষণের পর নার্স শাহিনুর আক্তার তানিয়াকে নৃশংস ভাবে হত্যা করা হয়।
