জুবায়ের আহমেদ: পবিত্র মাহে রমজান বিদায়ের পথে, ঈদুল ফিতর আসন্ন৷ চাকুরী ও ব্যবসার কারনে দূর দূরান্তে থাকা মুসলিমরা সিয়াম সাধনার মাস শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য শহর ছেড়ে এখন গ্রামের পথে। ধর্মীয় এ উৎসন পালনের পূর্বেই সারা বিশ্বের আনাচে কানাচে থাকা বাংলাদেশীরা আজ আইসিসি বিশ্বকাপ ২০১৯ এ নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকা বধের মাধ্যমে উল্লাসে মেতে উঠার অপেক্ষায়।
নিজেদের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ দল গঠন করেছে টাইগাররা। মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে আজ সাউথ আফ্রিকার সাথে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় ম্যাশ বাহিনী।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের সাথে দাঁড়াতেই পারেনি আফ্রিকা, বিধ্বস্ত আফ্রিকাকে আবারো হতাশায় রেখে জয় তুলে নিতে ছক আঁকছে তামিম সাকিবরা।তিনজাতির সিরিজে দূর্দান্ত পারফর্ম ছাড়াও ২০০৭ সালের বিশ্বকাপে আফ্রিকাকে হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাবে টাইগার শিবিরে। তবে ২০১১ সালে ঘরের মাঠেই প্রোটিয়াদের সাথে মাত্র ৭৮ রানে অলআউটের স্মৃতিও মাথায় রাখতে হবে মাশরাফিদের।
ইতিমধ্যে বিশ্বকাপের ৪ ম্যাচের মধ্যে শুধুমাত্র স্বাগতিক ইংল্যান্ডই ১ম ইনিংসে ৩১১ রান করেছে, অপর তিন ম্যাচে প্রথমে ব্যাট করা দলগুলো ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলেও সহজ টার্গেটে রান উৎসবে মেতে জয় তুলে নিয়েছে ২য় ইনিংসে ব্যাট করা দলগুলো।
প্রথম ম্যাচের একাদশ কেমন হবে তা রহস্য হয়ে থাকছেই, ইনজুরী নিয়েও ভাবনার শেষ নেই টাইগার শিবিরে৷ তবে প্রত্যাশা সেরা একাদশ গঠনের মাধ্যমে দূর্দান্ত ক্রিকেট খেলে আফ্রিকা বধের মাধ্যমে বিশ্বকাপ শুরু করবে ম্যাশ বাহিনী
