স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপি ফেসবুকে সাধারণ জনগণদের উদ্দ্যেশে আবেগঘন পোস্ট করেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
প্রিয় কটিয়াদীবাসী
আসসালামু আলাইকুম।
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে মনের কিছু একান্ত কথা আপনাদের সাথে শেয়ার করছি।নির্বাচনকালীন প্রচারণা করতে গিয়ে আমার যত না বলা কথা, দুঃখ-কষ্ট,চলার পথের ক্লান্তিগুলো মুহুর্তের মধ্যে কোথায় যে হারিয়ে যায় বুঝতেই পারি নি,যখন আমি সাধারন মানুষের কাছে যায় তাদের সহজ-সরল কথা আর অন্তর থেকে মহব্বত করে যখন তাদের অনুভুতিগুলো আমার সাথে ভাগাভাগি করে তখন আমার মন উল্লাসে ভরে যায়। যেমন সতোরদোন গ্রামে একটি ছোট্ট শিশু আমাকে দেখেই দৌড়ে আসে এই আমাদের বাড়িতে নৌকা আইচেরে…. বলে সে কি উল্লাস! সত্যি আমি অভিভূত।গ্রামের সাধারন মানুষ গুলো এত রাজনীতি বুঝেও না, করেও না। তারা বুঝে উন্নয়ন।তারা চায় শান্তি। আমি নিজেকে এজন্য ধন্য মনে করি যে, নির্বাচন করতে এসে সাধারন মানুষের কাছ থেকে প্রতিনিয়ত নির্মল, নিখাঁদ, নির্ভেজাল, অকৃত্রিম ভালবাসা পাচ্ছি ।আমার জীবনে এর চেয়ে বড় কিছু প্রাপ্তি আমি কোনদিন পাইনি।যা পেয়েছি আমি তা ঘুণাক্ষরেও হারাতে চাইনা।আমি হারে হারে অনুভব করি গ্রামের প্রতিটি সহজ-সরল মানুষের অকৃতিম ভালবাসা।
হে আল্লাহ তুমি আমাকে এমন সুযোগ দাও মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি কটিয়াদীর সকল মানুষের মাঝে মিশে থাকতে পারি।অত্যন্ত পরিতাপের সাথে আমি লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কটিয়াদি উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেবার পর থেকে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে (তারা মনে করছে তাদের রাজনীতি করার সুযোগ শেষ)। ষড়যন্ত্রকারীরা আমার নেতৃত্ব, ও আমার প্রতি সাধারণ মানুষের ভালবাসা দেখে হিংসা করে আমার পিছু লেগেছে।আমি শুধু একটি কথাই বলতে চাই সাধারন মানুষের দোয়া এবং ভালবাসা আমার একমাত্র সম্ভল।আর এই সম্ভলকে পুঁজি করেই সকল ষড়যন্ত্রের জবাব দিব।
হে আল্লাহ আপনি সকল ষড়যন্ত্রকারী দুষ্টলোকদের হেদায়েত দান করুন এবং কটিয়াদিবাসীকে হেফাজত করুন এবং এই রমজান মাসে কটিয়াদীর প্রতিটি ঘরে ঘরে শান্তির ফলগুধারা বহমান করুন।
পরিশেষে সকলকে আবারো অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
