ব্রেকিং নিউজ

তোপের মুখে বিতর্কিত ভবিষ্যৎবাণীর যুক্তি দিলেন ম্যাককালাম

নিজের বিশ্বকাপ প্রেডিকশনে বাংলাদেশ দল একটি ম্যাচ জিতবে বলার পর শুক্রবার দুপুর থেকেই তোপের মুখে ছিলেন সাবেক কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালাম তার প্রেডিকশনে বিশ্বকাপে বাংলাদেশ ১টি ম্যাচ জিততে পারবে ও সেটি হবে শ্রীলঙ্কার বিপক্ষে বলে জানান।

ম্যাককালামের এমন প্রেডিকশনের পর তার উপর বেশ নাখোশ ছিলো বাংলাদেশি ভক্তরা। শুধু বাংলাদেশি নয় শ্রীলঙ্কান ভক্তদের তোপের মুখেও পরতে হয় তাকে। অবশেষে নিজের টুইটার একাউন্টে এই ব্যাপারে নিজের কারন ব্যাখ্যা করেন ম্যাককালাম।

ম্যাককালাম লিখেন, ” আজকের এই বিশ্লেষণটি ছিলো আমার মতে আসর কীভাবে যাবে সেটার উপর। আমি সবসময় ক্রিকেটের উন্নতির জন্য চাইবো এই বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মত দল গুলো যেন শক্ত প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়। যদি বিশ্বকাপটি এশিয়ায় হতো তাহলে হয়তো তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ হতো। তবে যেহেতু বিশ্বকাপটি ইংল্যান্ডে তাই আমার এমন প্রেডিকশন “।

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মাঝের ম্যাচে দুই দলকে জয়ী হিসেবে দেখানোর ফলেও বেশ সমালোচনার মুখে পরতে হয় ম্যাককালামকে। এই ব্যাপারেও তিনি লিখেন টুইটারে। ম্যাককালাম জানান ” শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে আলাদা করতে পারিনি, তাই দুই দলকেই এখানে জয়ী ঘোষণা করেছি “।

উল্লেখ্য, বিশ্বকাপে এই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া দুইটি ম্যাচেই ম্যাককালামের প্রেডিকশন সঠিক হয়েছে। শনিবার শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে রবিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেখার বিষয় হবে ম্যাককালামের কতগুলো প্রেডিকশন সত্য হয় এই বিশ্বকাপে। ম্যাককালামের এই ব্যাখ্যা কি মেনে নিবেন টাইগার ভক্তরা

Leave a Reply