বিশ্বকাপের আজ দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখমুখি পাকিস্তান। টানা ১০ ম্যাচ হেরে বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে ঘুরে দাড়াতে চায় পাকিস্তান।
ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১০৫/১০ (২১.৪/৫০ ওভার);
ইমাম উল হক- ০২, ফখর জামান-২২, হারিস সোহেল-০৮, বাবর আজম- ২২, সরফরাজ আহমেদ-৮, ইমাদ ওয়াসিম-১, শাদাব খান-০,হাসান আলি-১, মোহাম্মদ হাফিজ-১৬, ওয়াহাব রিয়াজ-১৮
পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসিফ আলি/ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মাদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ এভিন লুইস, ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কিমার রোচ, শেলডন কট্রেল, ওশেন থমাস।
