ব্রেকিং নিউজ

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন মাশরাফি

বিশ্বকাপের মূল পর্বের আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৯৫ রানের হারের মুখ দেখেছে মাশরাফি বাহিনী।প্রস্তুতি ম্যাচ বলেই ভারতের বিপক্ষে শতভাগ দিয়ে খেলেনি টাইগাররা। মাত্র দিন তিনএক বাদেই দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

২ জুন দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি ভাবাচ্ছে টাইগার শিবিরকে। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, সাইফউদ্দিনসহ সকলেরই ছোটখাটো ইনজুরি রয়েছে।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামানো হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বোলিংয়েও পুরো দশ ওভারের কোটা পূরণ করেননি সাকিব, মোস্তাফিজ, মাশরাফিদের কেউই।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফির কন্ঠেও উঠে এলো সেই দুশ্চিন্তার কথা। মোস্তাফিজ, সাইফউদ্দিন, সাকিবের পুরো দশ ওভারের কোটা পূরণ না করানোর কারণ ইনজুরি।

টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, গত ৪ সপ্তাহ যাবত আমাদের এই স্কোয়াড ক্রিকেটের মধ্যেই আছে। আয়ারল্যান্ডে ৩ সপ্তাহ অবস্থানের পর ইংল্যান্ডেও প্রায় ১ সপ্তাহ সময় ধরে প্র্যাকটিস করা হয়েছে। এই সময়ে সাকিব, মোস্তাফিজ, সাইফউদ্দিনরা প্রায় সকলেই ছোটখাটো ইনজুরিতে ভুগছে। প্রস্তুতি ম্যাচ বলেই তাদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। কারণ বিশ্বকাপে দক্ষিন আফ্রিকার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ বেশ দূরে নয়।

প্রস্তুতি ম্যাচ হারের মধ্যও কিছু প্রাপ্তি দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তার কাছে টপ ওর্ডারের ব্যাটসম্যানদের রানে ফেরাটাই এখন আপাতত সন্তুষ্টর কারণ।

মাশরাফি বলেন, গত কয়েক ম্যাচ ধরেই আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পাচ্ছে। বিশেষ করে সৌম্য আয়ার‌ল্যান্ডে ব্যাক টু ব্যাক তিনটি ফিফটি করেছে। লিটনও সর্বশেষ দুই ম্যাচে ফিফটি প্লাস রান করেছে। মুশফিকও রানে ফিরেছে। সাকিবও আয়ারল্যান্ড সিরিজে রান পেয়েছে।

Leave a Reply