ব্রেকিং নিউজ

ধোনি বাংলাদেশের ফিল্ডিং সাজাননি, আসলে ঘটেছিল কি?

বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটা খবর ভাইরাল হয়ে গেছে, মহেন্দ্র সিং ধোনি প্রতিপক্ষ বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছেন!

শুধু খবর নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের সাব্বির রহমানকে ডেলিভারির মাঝপথে আটকাচ্ছেন ধোনি। তারপর সাব্বিরকে ফিল্ডিং পজিশন পাল্টানোর পরামর্শ দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

ধোনির পরামর্শ পেয়ে ফিল্ডারকে মিড উইকেট থেকে স্কোয়ার লেগে সরিয়ে দেন সাব্বির। ভারতের সমর্থকদের অনেকেই সেই ভিডিও শেয়ার দিয়ে লিখেছেন, ধোনি এখন প্রতিপক্ষ দলের ফিল্ডিংও সাজিয়ে দিচ্ছেন। এ নিয়ে বাংলাদেশ দলকেও তীব্র ব্যঙ্গ করেন কেউ কেউ।

তবে আসল ঘটনা ভিন্ন। মাঠের বাইরে থেকে যেটা অনেকের বোঝার কথা নয়। জানা গেল, ধোনি আসলে ফিল্ডিং সাজিয়ে দেননি, বরং ঘটেছিল অন্য ঘটনা। যার জন্য ফিল্ডার বদলাতে হয় বোলার সাব্বির রহমানকে।

কি ঘটেছিল? ৪০তম ওভারে সাব্বির যখন রান-আপ নিচ্ছিলেন তখনই ধোনি তাকে থামান। আসলে শর্ট মিড উইকেটের ফিল্ডার মুভ করছিলেন। তাতে ধোনির সমস্যা হচ্ছিল এবং মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডারের পজিশন নিয়েও তিনি ধোঁয়াশায় ছিলেন।

এরপর সেই ফিল্ডারকে স্কোয়ার লেগে পাঠিয়ে দেন সাব্বির। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল খবর ছড়িয়ে পড়ে, ধোনির পরামর্শ মেনে ফিল্ডিং পজিশন বদল করেছে বাংলাদেশ দল।

Leave a Reply