আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আফগানিস্তান। স্বাগতিকদের কাছে পাত্তায় পায়নি আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। জো রুট ও জোফরা আর্চারের আক্রমণে ১৬০ রানে গুটিয়ে গেছে আফগানরা।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। প্রথম থেকেই উইকেট হারাতে থাকে আফগানরা। দুইটি চার মেরে ইনিংস শুরু করলেও ভয়ংকর হয়ে ওঠার আগেই ফিরে যান হযরতউল্লাহ জাজাই। জোফরা আর্চারের বলে ক্যাচ তুলে দিয়ে ৬ বলে ১১ কওরে ফেরেন তিনি। তবে আরেক ব্যাটসম্যান নূর আলির ব্যাট থেকে আসে ৩০ বলে ৩০ রান।
আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত লড়ে তিনি করেন ৪২ বলে ৪৪ রান। তার ৪২ বলের ইনিংসটিতে ছিল ১টি চার ও ৩টি ছয়। কিন্তু ব্যাটিংয়ে যোগ্য সঙ্গী পাননি তিনি।
এছাড়া হাসমতউল্লাহ শাহিদির ব্যাট থেকে আসে ১৯ রান। বর্তমান অধিনায়ক গুলবাদিন নাইব করেন ১৪ ও সাবেক অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকে আসে ১০ রান। শেষ ব্যাটসম্যান দৌলত জাদরান করেন ২০ রান।
আফগানদের ইনিংসের বড় পার্টনারশিপটি আসে ৮ম উইকেটে। আফতাব আলমকে সাথে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন নবী। এছাড়া শেষ উইকেটে দৌলত জাদরান ও নবী যোগ করেন ৩৩ রান।
পেসার জোফরা আর্চার ও পার্টটাইম স্পিনার জো রুট ধসিয়ে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ। ৩টি উইকেট নেন আর্চার ও রুট নেন ৩টি। এছাড়া বেন স্টোকস ও মঈন আলি ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর- আফগানিস্তান- ১৬০/১০
নবী ৪৪, নূর আলি ৩০, জাদরান ২০*, শহিদি ১৯, নাইব ১৪, জাজাই ১১,আসগর ১০, আফতাব ৬
জো রুট ৩/২২, আর্চার ৩/৩২।
ইংল্যান্ডঃ ১৬১/১ (১৭.৩) জেসন রয় ৪৬ বলে ৮৯ রান করেন। রশিদ খান ৩২ রান ৫ ওভার
