বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রতি ভক্ত-সমর্থকদের প্রত্যাশাটা একটু বেশিই। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের চাওয়াটাও সমর্থকদের সাথে মিলে গেল।
তাই সাকিবকে প্রত্যাশার চাপে রাখলেন ইংলিশ কোচ। আসন্ন বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার আলো ছড়াবেন বলে আশা রোডসের। তার চাওয়া বড় মঞ্চে সাকিব প্রমাণ করুক তিনিই বিশ্বসেরা অলরাউন্ডার।
এই ফরমেটে গত এক দশক ধরে সবচেয়ে বেশি সময় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। আয়ারল্যান্ডে সবশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দ্যুতি ছড়িয়ে তিনি ফিরে পেয়েছেন সিংহাসন। যদিও ফাইনালে পিঠের পেশির চোটের খেলতে পারেননি সাকিব।
সাকিবকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যেতে নারাজ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যে কারণে কার্ডিফে বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যাতে শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ শুরু করতে পারেন সাকিব। তার প্রতি অগাধ আস্থা আছে কোচের।
প্রত্যাশার কথাটাও জানিয়ে দিয়েছেন রোডস। বিশ্বকাপে সাকিবের কাছ থেকে সেরাটা চান ইংলিশ। ইংলিশ কোচ বলেছেন, ‘সাকিব খুব ভালো আছে। আইপিএলে খেলার সুযোগ না পাওয়ায় ফিটনেস নিয়ে কাজ করার সময় পেয়েছে । ও মাঠে নামতে মুখিয়ে আছে। আমার মনে হয় ওর এখনো কিছু প্রমাণ করার আছে।’
তিনটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। যেখানে তার পারফরম্যান্স তৃপ্ত হওয়ার মতো। বিশ্বমঞ্চে বল হাতে কুড়ি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে পাঁচ শরও বেশি রান অলরাউন্ডারদের সাত জনের যে তালিকা সেখানে আছেন সাকিব।
