দ্বাদশ বিশ্বকাপে টাইগারদের জন্য দুটি জার্সি নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার একটি সবুজ এবং অন্যটি লাল। বিশ্বকাপের অ্যাওয়ে জার্সিটি লাল এবং হোম জার্সিতে সবুজ রংয়ের সমারোহ।
লক্ষ্য করলে দেখা যাবে, দ্বাদশ বিশ্বকাপে অংশগ্রহণকারী দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের জার্সিতেও রয়েছে সবুজের সমারোহ। যে কারণে এই দুই দলের বিপক্ষে নিজেদের অ্যাওয়ে জার্সি (লাল জার্সি) গায়ে জড়িয়ে মাঠে নামতে হতে পারে টাইগারদের!
দ্বাদশ আসরে অংশগ্রহণকারী বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের হোম জার্সির রং সবুজ। এছাড়া এই তিন দলের জার্সি দেখতে অনেকটাই একইরকম। ফলে এ তিন দলের মুখোমুখি ম্যাচগুলোতে যেকোনো এক দলকে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে হবে। তা না হয় বেশ বিপাকে পড়তে হবে দর্শক-সমর্থকদের।
প্রসঙ্গত, আগামী ২ মে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। অন্যদিকে ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর এই দুই ম্যাচে লাল জার্সি (অ্যাওয়ে জার্সি) পরে খেলতে পারে বাংলাদেশ দল।
