ব্রেকিং নিউজ

তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে জায়গা পেল যারা

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল তার দেখা বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন। আর তার একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে ভারতেরই।

তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশের দুই ওপেনারই ভারতের। তারা হলেন শচীন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগ। এরপর তিনে যিনি আছেন তিনিও ভারতীয়। তার নাম কোহলি।

চারে আছে অস্ট্রেলিয়ার সর্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। পাঁচে রেখেছেন আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। ছয় নম্বরে রয়েছে তামিমের সতীর্থ ক্রিকেটার সাকিব আল হাসান।

সাত নম্বরে রয়েছে আরেক ভারতীয় ক্রিকেটার এমএস ধোনী। আট ও নয় নম্বরে রয়েছে পাকিস্তানের তারকা ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার।

একাদশে ১০ নম্বরে তামিম ইকবাল রেখেছেন সাবেক অজি ফাস্ট বোলার ম্যাকগ্রাকে। আর শ্রীলঙ্কান গ্রেট তারকা মুরালি ধরনকে দিয়ে পূর্ন করেছেন বিশ্বকাপের একাদশ।

Leave a Reply