স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে কাঁদিয়ে কোপা দেল রের শিরোপা জিতল ভ্যালেন্সিয়া। গেল চার মৌসুমের টানা শিরোপা জয়ী বার্সার শিরোপার জয়রথ থেমেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মেসির একমাত্র গোলে ব্যবধান কমলেও শিরোপার দখল ধরে রাখতে পারেনি কাতালানরা। এ নিয়ে অষ্টমবারের মতো কোপা দেল রের শিরোপা ঘরে তুলল ভ্যালেন্সিয়া। এর মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল জার্জিয়া তোরার শিষ্যরা।
‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ভাঙার পর ঘরোয়া ‘ডাবল’ এ লক্ষ্যস্থির করেছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত সেটাও হলো না। শনিবার রাতে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ভ্যালেন্সিয়া ফাইনাল জিতেছে ২-১ ব্যবধানে।
চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার সঙ্গে তিনবারের দেখায় জয়শূন্যই রইলো বার্সেলোনা। লা লিগায় দলটির সঙ্গে প্রথম পর্বে ১-১ ড্রয়ের পর ফিরতি দেখায় ঘরের মাঠে ২-২ ড্র করেছিল এরনেস্তো ভালভেরদের দল।
২৮তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। বাঁ দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার হোসে গায়ার ডি-বক্সে বাড়ানো বল ধরে জোরালো শটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কেভিন গামেইরো।
পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোল খেয়ে বসে বার্সেলোনা। ডান দিক দিয়ে ওঠা আক্রমণে গতিতে জর্দি আলবাকে পেছনে ফেলে ছোট ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। আর লাফিয়ে নেওয়া হেডে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো।
বহু চেষ্টার পর ৭৩তম মিনিটে ব্যবধান কমিয়ে দলের ফিকে হয়ে যাওয়া আশা নতুন করে জাগান মেসি। কর্নার থেকে উড়ে আসা বলে লংলের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে আলগা বল পেয়ে ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন তারকা। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে এটা তার ৫১তম গোল।
কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি গত চারবারের চ্যাম্পিয়নরা। এক দশকেরও বেশি সময় পর শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ভ্যালেন্সিয়া।
উল্লেখ্য, তিন ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা ধরে রাখা নিশ্চিত করা বার্সেলোনা ঘরের মাঠে ৩-০ গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে ছিল। কিন্তু অ্যানফিল্ডে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা।
