অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি ইংলিশ অধিনায়ক মরগান। তিনি আগের দিন অনুশীলনে ইনজুরিতে পড়েছিলেন। ক্যাচের অনুশীলন করতে গিয়ে হাতে চোট পান। যদিও এক্স-রে রিপোর্টে দেখা গেছে আঙ্গুলে চিড় ধরেনি।
তবে মরগান ম্যাচের আগে ইনজুরিতে পড়লেও ম্যাচেই ইনজুরিতে পড়েছে তিনজন। এছাড়াও আগে থেকেই ইনজুরিতে ছিলেন আরও একজন। সব মিলিয়ে এখজন ৫ জন ইনজুরির মিছিলে।
এদিন ম্যাচে ইনজুরিতে পড়েন সেরা দুই বোলার মার্ক উড এবং জোফরা আর্চার। এই ম্যাচে বিশ্রামে ছিলেন আর্চার। তবে ম্যাচে নিজের চতুর্থ ওভারে পায়ে অস্বস্তি অনুভব করলে মাঠ ছাড়েন উড। সেখানে নামেন আর্চার। আর নেমেই তিনিও ইনজুরিতে পড়েন ফিল্ডিংয়ের সময়।
সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় আর্চারকে। যদিও পরবর্তীতে মাঠে ফিরেন আর্চার। জানা যায় তার চোট গুরুতর না হলেও পায়ে হালকা ব্যথা রয়েছে আর্চারের।
৪৪তম ওভারে মাঠ ছাড়েন আবার ধাওসন। পরে আর ব্যাটিংয়েও নামেনি সে। ক্রিকেটারদের চোটে পরবর্তীতে ফিল্ডিং করতে দেখা যায় সাবেক ক্রিকেটার পল কলিংউডকে।
