ব্রেকিং নিউজ

সিরিজ হারলেও ১৭ মাস পর লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন সরফরাজ

পাকিস্তান-ইংল্যান্ড মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি চার ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। এরই ফলে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজ আহমেদের দল। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল দুই দল।

ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৭ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। এতেই হোয়াইটওয়াশের দেখা পেয়েছে তারা। এই ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক সরফরাজ। ৮০ বলে তার ৯৭ রানের ইনিংসে রয়েছে দুটি ছক্কা ও সাতটি চার।

২০১৮ সালের ১৬ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ছক্কা হাঁকিয়েছিলেন সরফরাজ। সেই ম্যাচে তিনটি ছয় ও তিনটি চারে ৫১ রান করেছিলেন তিনি। দীর্ঘ ১৭ মাস ২ দিন পর ১৭তম ইনিংসে এসে ছক্কার দেখা পেলেন সরফরাজ।

Leave a Reply