ব্রেকিং নিউজ

অবসর নিয়ে নতুন বোমা ফাটালেন এবি ডি ভিলিয়ার্স

গত বছর সবাইকে অবাক করে দিয়ে ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ফিটনেস আর সাম্প্রতিক পারফর্ম বলছে ভিলিয়ার্স নির্বিঘ্নে খেলতে পারতেন আরও কয়েক বছর। তিনি নিজেই জানালেন এমন সিদ্ধান্তে ছিল নানা কারণ, পরিবারকে সময় দেওয়াটা ছিল প্রধান লক্ষ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিলিয়ার্স জানিয়েছেন এমনটা।

গৌরভ কাপুরের ইউটিউব শো ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ এ ভিলিয়ার্স জানিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার কারণ, অনেকটা ক্ষোভও ঝেড়েছেন ২২ গজে বোলারদের শাসন করা এই ক্রিকেটার।

তিনি জানান, ‘পিছনে লোকের সমালোচনাও আমাকে অবসরে যেতে প্রভাবিত করেছে। এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। অহংকারী দেখালেও, আমি বলছি আমি আবারও বিশ্বকাপ খেলবো। তারা বলে আপনি নাকি রুটির দুই পাশে খেতে পারবেন না।’

ভিলিয়ার্স করেন, ‘আমি দলের অংশ ছিলাম। দলের বাইরে নিজের কিছুই ছিলনা। একটা সময় এলো, যখন নিজেকে নিয়ে ভাবার প্রয়োজন দেখা দিল। অনেকগুলো কারণ ছিল ছেড়ে আসার, তবে পরিবার তার মধ্যে অন্যতম একটি। সফল আন্তর্জাতিক ব্যস্ত সূচিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে এটা কত কঠিন সেটাতো জানেনই।’

Leave a Reply