ব্রেকিং নিউজ

নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় টিম বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ষষ্ঠ ও শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯২ রান করেছিল। আইরিশদের বড় সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার পল স্ট্রার্লিং। ১৪১ বলে ১৩০ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। এরপর জয়ের জন্য ২৯৩ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। চলতি সিরিজে তাই হারের মুখ দেখতে হয় নি মাশরাফী বিন মোর্ত্তজার দলকে। অপরাজিত থেকেই সিরিজের ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ আজ উইন্ডিজের মুখোমুখি হবে। আইরিশদের মাটিতে সিরিজে আগে দুই ম্যাচে উন্ডিজদের বড় ব্যবধানে হারানো বাংলাদেশ আজ শুক্রবার ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। তিন জাতির শিরোপা নিয়েই বিশ্বকাপ মঞ্চে যেতে চান টাইগাররা।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টায় দ্যা ভিলেজে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিল ক্যারিবিয়ানরা। স্বাগতিকদের বিপক্ষে ৩৮১ রান করা উইন্ডিজ ম্যাচ জিতেছিল ১৯৬ রানের বিশাল ব্যবধানে। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য এই ফর্ম ধরে রাখতে পারে নি জেসন হোল্ডারের দল। বাংলাদেশের বিপক্ষে খেই হারিয়ে আগে ব্যাট করে সর্বসাকূল্যে তুলেছিল ২৬১ রান। জবাবে সৌম্য-তামিম বীরত্বে বাংলাদেশ জয় তুলে নেয় ৮ উইকেটের ব্যবধানে।

আইরিশদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ অবশ্য খেলা হয় সাকিব-মুশফিকদের। বৃষ্টির কারণে সেই ম্যাচ পণ্ড হয়েছিল। পরে সিরিজে দ্বিতীয় বারের মত আবারো উইন্ডিজের মুখোমুখি টাইগাররা। এবার তাদের হারালো ৫ উইকেটে। এই ম্যাচেই ফাইনাল নিশ্চিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কারণ প্রথম ২ ম্যাচ হেরে বসেছিল স্বাগতিক আয়ারল্যান্ড। এরপর বুধবার নিয়মরক্ষার ম্যাচে আইরিশদের রান পাহাড় টপকে জয় তুলে নেয় সফরকারীরা। আবু জায়েদ রাহীর আগুনে বোলিংয়ের ম্যাচে বাংলাদেশের জয় ৬ উইকেটে।

বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের মাঠে এই সিরিজে এখন পর্যন্ত হারতে হয় নি বাংলাদেশকে। ফাইনালেও হারের সম্ভাবনা কমা! কারণ চলতি সিরিজেই এই উইন্ডিজকে টানা দুই হারের স্বাদ দিয়েছে স্টিভ রোডসের শিষ্যরা।

Leave a Reply