আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগামীকাল অপরাজিত থেকে ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।এর আগে কোন ম্যাচ না হেরে ওয়েস্ট ইন্ডিজকে টানা দুইবার ও আয়ারল্যান্ডকে একবার হারিয়ে ফাইনালে নিশ্চিত করে বাংলাদেশ।অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
এই পর্যন্ত কোন ফাইনাল ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের প্রতিবার শেষের দিকেই হেরে ট্রফির ছোয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।এবার ধরা দিবে কি অধরা ট্রফিটা? বর্তমানের দুর্দান্ত ফর্ম জানান দিচ্ছে এইভাবে খেলতে পারলে জয় সম্ভব কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দিচ্ছে ভয়, কারণ টানা দুই ম্যাচ হেরে ফাইনালে প্রতিশোধের নেশায় উম্মুক্ত হয়ে আছে ছেড়ে কথা বলবে না তারা।
তাই ফাইনালে সেরা একাদশই দেখা মিলবে বাংলাদেশের।
তাই আগামীকাল টস জয়ও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্ট ইন্ডিজ বুঝতে পেরেছে টার্গেটে দারুণ খেলে বাংলাদেশ। আর বাংলাদেশও চাইবে টসে জিতে আগে ফিল্ডিং করার জন্য।
যদি সাকিবের ইঞ্জুরি গুরুতর না হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে পূর্বের একাদশই খেলাবে বাংলাদেশ।
সম্ভাব্য একাদশঃ
১।তামিম
২।সৌম্য
৩।সাকিব
৪।মুশফিক
৫।মোহাম্মদ মিথুন
৬।রিয়াদ
৭।সাব্বির
৮।সাইফউদ্দিন
৯।মিরাজ
১০।মাশরাফি
১১।মুস্তাফিজ
খেলা শুরু বিকাল ৩:৪৫ মিনিটে সরাসরি মাছরাঙা জিটিভি।
