স্টাফ রিপোর্টারঃ চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বুধবার দুপুরে উপজেলার হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ফেস্টুন বহন করেন।
মানববন্ধনে নার্স তানিয়া হত্যাকারীদের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী, মুমুরদিয়া ইউনিয়ন পরিসদের সাবেক চেয়ারম্যান ছেনু মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দসহ হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
