গতকাল ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। তাই ফাইনালের আগে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার একাদশে আসছে বড় পরিবর্তন।
ফাইনাল নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগার দলের সবাই। আবাহাওয়া ঠাণ্ডা হলেও সুস্থ সবাই । তাই নিয়মরক্ষার ম্যাচে দলের বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
আগামীকাল বুধবার আইরিশদের বিপক্ষে দলভুক্ত হবেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। এই তিনজনের খেলার সম্ভাবনা খুব বেশি। তবে কাদের পরিবর্তে খেলবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
