বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃবান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৪ মে) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এদিকে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, ‘শিগগিরই ওই শাখায় নতুন কমিটি ঘোষণা করা হবে। এ কারণে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উক্ত নতুন কমিটি গঠনের লক্ষ্যে, সভাপতি, সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ জেলা ছাত্রলীগের দপ্তর সেলে আবেদন,২৬.০৫.১৯ইং তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
