ব্রেকিং নিউজ

পঞ্চম ব্যক্তি হিসেবে ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক,জনগণের কণ্ঠ:-লম্বা সময় ধরেই বাংলাদেশের মিডল অর্ডারের এক ভরসার নাম হয়ে আছেন মুশফিকুর রহিম। যার কারণে ‘মিস্টার ডিপেন্ডেবল’ তকমাও পেয়েছেন তিনি৷ একই সঙ্গে উইকেটের পিছনের দায়িত্বটাও পালন করছেন সুনিপুণভাবে। গতকালকের ম্যাচেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি৷ গতকালকেও মুশফিক খেলেছিলেন ৬৩ রানের অনবদ্য ইনিংস। এরই মধ্যদিয়ে বর্তমানে তাঁর রান সংখ্যা হয়েছে ৫৪৮৭।

আবার তাঁর ডিসমিসাল সংখ্যাও বর্তমানে ২০৮। এরই মধ্যদিয়ে পাঁচ হাজারের উপরে রান ও দুইশোর উপরে ডিসমিসালের এলিট ক্লাবে পঞ্চম ব্যক্তি হিসেবে নিজের আত্নপ্রকাশ করলেন৷

এই এলিট ক্লাবের প্রথম স্থানে আছেন সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা৷ আবার দ্বিতীয় স্থানে আছেন মাহিন্দ্র সিং ধোনি। এদিকে ডিসমিসালের হিসাবে সর্বকালের সেরা উইকেট কিপারের তালিকার নবম স্থানে আছেন ৩১ বছর বয়সী মুশফিক

Leave a Reply