স্টাফ রিপোর্টারঃ তানিয়াকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন করেছে মদিনাতুল উলুম মাদরাসার ছাত্ররা। দুপুরে কটিয়াদী উপজেলার চান্দপুর দুর্গাপুর মদিনাতুল উলুম মাদরাসায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় নের্তৃবৃন্দরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী, মদিনাতুল উলুম মাদরাসায় প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়াসহ আরো প্রমুখ। মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
