স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামে নার্স শাহিনুর আক্তার তানিয়ার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তানিয়ার স্বজনদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন তানিয়া সুলতানা হ্যাপি ।
গতকাল শনিবার উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী, লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাতার উদ্দিন ভূইয়া রতন প্রমুখ।
পরে শাহিনুর আক্তার তানিয়ার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
